শুক্রবার, ১৫ মে, ২০১৫

তথাকথিত সহি/বিশুদ্ধ খুজতে গিয়ে মাথা নষ্ট করবেন না।

তথাকথিত সহি/বিশুদ্ধ খুজতে গিয়ে মাথা নষ্ট করবেন না।
আপনার চারপাশেই বিশুদ্ধ ভরপুর, এই সহি আপনাকে তাই বাবার কাছ থেকে জানতে হবে না...
তথাকথিত সহি আন্দোলন হচ্ছে, ব্রিটিশদের করা শত বছরের ষড়যন্ত্র যেমন, কাদিয়ানী, আলে হাদস, পিস টিভি
আপনি আরো খেয়াল করলে দেখবেন, পিস টিভিতে ইসলাম প্রচার করা হয় না বরং, সাধারণ সুন্নিদের মনে হাদিস নিয়ে সন্দেহ বাজানোই তার মূল কাজ।

১৪০০ বছরের ইসলামে টিভিতে এসে প্রচার করা হয় নাই,
দীনের ফুল টাইম দায়ী কখনো বিজাতিদের পোশাক পরেনি,
শিয়াদের অনুবাদ করা কোরান অনুসরণ করা হয়নি, কিন্তু টাই নায়েক অনুসরণ করছেন,
বিধর্মীদের সাথে কখনো তর্ক যুদ্বের দ্বারা ইসলাম প্রচার করা হয় নাই,
শিক্ষিত/আলেমদের এর আগে কখনো পাইকারী হারে গালাগালি করা হয় নাই (একটু চিন্তা করে দেখেন এই কাজটি ঠিক কিনা)



এই সবই হচ্ছে ব্রিটিশদের ষড়যন্ত্র, আপনি বলতে পারেন ব্রিটিশদের কি ঠেকা লাগছে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করবে, আমি বলব আপনি প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে একটু হোমওয়ার্ক করেন,বিশ্বাস না হয়, আপনি সুন্নিদের একটা প্রশ্ন টাই বাবারে করে দেখতে পারেন, আপনাকে তারা চান্সই দিবে না, তারা আপনার ধর্মীয় দুর্বলতাকে কাজে লাগিয়ে মদন বানাবে।


কষ্ট করে ৪মিনিটের ভিডিও টি দেখলে আপনার মাথা ঠান্ডা হতে পারে...


{"শিয়াদের কোরান দিয়ে সুন্নিদের বোঝানো। উদ্দেশ্য খারাপ!"
https://youtu.be/4namXoL-o1Q
(আমি দুঃক্ষিত যে, ভিডিওটি দেখার জন্য সেফটি মুড অফ করে নিতে হবে )}

1 টি মন্তব্য:

  1. মানুষ যখন প্রতারিত হয় তখন সে বুঝতে পারে না, সে প্রতারিত হচ্ছে !! এটাই কঠিন সত্য !

    উত্তরমুছুন